ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা কমতে পারে

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা কমতে পারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫০, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৫২, ২৯ অক্টোবর ২০২৫

Google News
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা কমতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের