তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি আজ

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ২৯ অক্টোবর ২০২৫

Google News
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি আজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ওপর আজ বুধবার (২৯ অক্টোবর) পঞ্চম দিনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হবে।

গতকালও (মঙ্গলবার) দুপুর পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন আদালতে আইনজীবী শিশির মনির, বদরুদ্দোজা বাদলসহ তিনজন যুক্তি উপস্থাপন করেন। আজ শুনানিতে অংশ নেবেন বিএনপি পক্ষের আইনজীবীরা।

চতুর্থ দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, আদালত জুলাই সনদের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রায় প্রদান করবেন।

এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এ সময় আপিলের অনুমতিও দেওয়া হয়।

এরপর ড. বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পারওয়ারসহ আরও কয়েকজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের