গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৫, ২৯ অক্টোবর ২০২৫

Google News
গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে

গণভোটের তারিখ ঘোষণা যতই বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২৯ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি করে এ মন্তব্য করেন তিনি।

দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এ অপচেষ্টা রুখে দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে আগামীকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ইসির নিকট স্মারকলিপি প্রদান করা হবে। সেই সঙ্গে আগামী ৩ নভেম্বর সাংবাদিক সম্মেলন করে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের