গণভোট জনগণের মতের প্রতীক, উল্লেখ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে, সেটা নির্ধারণ করবে সরকার।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এপ্লাইড ডেমোক্র্যাসি ল্যাবের উদ্যোগে জুলাই সনদের ওপর আয়োজিত সেমিনার ইয়ুথ পলিসি ডায়ালগে এসব বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ছয়টি সংস্কার কমিশন থেকে ১৬৬টি সংস্কার প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। তার মধ্যে ৮৪টি'তে ঐকমত্যে আসে দলগুলো।
এসব সংস্কার প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, ৮৪টির মধ্যে মধ্যে ৪৮টি সংস্কারের জন্য করতে হবে সংবিধান সংশোধন। যা করা হবে গণভোটের মাধ্যমে, যেখান থাকবে একমত অথবা একমত না, মধ্যবর্তী কোনো মতামত থাকবে না।
এর আগে চলতি মাসের শুরুর দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দল-ই একমত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

