পুলিশ একাডেমি থেকে ‌রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ ডিআইজি এহসানউল্লাহ

শনিবার,

০১ নভেম্বর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

শনিবার,

০১ নভেম্বর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

Radio Today News

পুলিশ একাডেমি থেকে ‌রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ ডিআইজি এহসানউল্লাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৬, ৩১ অক্টোবর ২০২৫

Google News
পুলিশ একাডেমি থেকে ‌রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ ডিআইজি এহসানউল্লাহ

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ‌রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়। 

বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। পুলিশ কর্মকর্তা এহসানউল্লাহ বিষয়টি জানতে পেরে আগেই সেখান থেকে ‘আত্মগোপনে’ চলে যান। বরিশালের সাবেক এই পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ডিআইজি হিসাবে সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তিনি ছুটির আবেদন বৃহস্পতিবার ডাকযোগে পাঠিয়েছেন। কিন্তু সে আবেদন গৃহীত হয়নি। উনার নিখোঁজ হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ পুলিশ একাডেমির একাধিক সূত্রে জানা গেছে, ডিআইজি এহসানুল্লাহকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম একাডেমিতে আসছেন এ খবর তিনি আগেই জেনে ফেলেন। তিনি মোটরসাইকেলে একাডেমি ত্যাগ করেন বলেও জানা গেছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের