পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

শনিবার,

০১ নভেম্বর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

শনিবার,

০১ নভেম্বর ২০২৫,

১৬ কার্তিক ১৪৩২

Radio Today News

পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৮, ৩১ অক্টোবর ২০২৫

Google News
পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না: ধর্ম উপদেষ্টা

পনেরো বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিন বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো নির্মাণে যেসব দুর্নীতি ও অনিয়ম আছে সেগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি। তারা শিগগিরই আমাদের রিপোর্ট দেবেন। ইসলামিক ফাউন্ডেশনে বেশ কিছু অনিয়ম ছিল। আমরা সাবেক একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। তিনি রিপোর্ট দিয়েছেন। সেই আলোকে আমরা আইনগত ব্যবস্থা নেব। 

যেগুলো আমি করতে পারিনি এগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার ছিল না। তারপরও আপ্রাণ চেষ্টা করেছি। একটা ট্রান্সপারেন্ট গভর্মেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। হজের ৩৯ কোটি টাকা ফেরত দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা সুযোগ পেলেই চুরি করি, ঘুষ খাই, জেনা করি। চরিত্রহীন কোনো মানুষ জাতির আদর্শ হতে পারে না। জাতির আদর্শ হতে হলে উন্নত চরিত্র দরকার। এই উন্নত চরিত্র আসবে রাসুল (সা.) রেসালাত থেকে। দুই নম্বর মানুষ দিয়ে জাতির কোনোদিন উন্নতি হয় না।

খালিদ হোসেন বলেন, দারুল আরকাম মাদ্রাসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করে ছাড়পত্র নিয়েছি। পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছি। এক সপ্তাহের মধ্যে আশা করি নিষ্পত্তি হয়ে গেছে। এক মাসের মধ্যে একনেকে মিটিং করে আমরা হুজুরদের বেতন দিতে পারব। যারা দীর্ঘদিন ধরে বেতন পাননি আমরা একসাথে আপনাদের বেতন দিয়ে দেব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের