 
				
					চীনের শেনচৌ-২১ মানববাহী মিশন উৎক্ষেপণ করা হবে ৩১ অক্টোবর শুক্রবার বেইজিং সময় রাত ১১:৪৪ মিনিটে। উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে এটি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি।
মহাকাশচারী চাং লু, উ ফেই ও চাং হোংজাং এই মিশনটি পরিচালনা করবেন। চাং লু এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এবারের মিশনটি মহাকাশ স্টেশনের ‘প্রয়োগ ও উন্নয়ন পর্যায়ের’ ষষ্ঠ মানববাহী ফ্লাইট এবং চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ৩৭তম উড্ডয়ন মিশন।
লং মার্চ-২এফ ওয়াই২১ ক্যারিয়ার রকেটটি এরইমধ্যে মধ্যে জ্বালানি দিয়ে পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেনেএজেন্সির  মুখপাত্র চাং চিংবো।
 
রেডিওটুডে নিউজ/আনাম
































 
				 
				 
				 
				 
				 
				 
				