অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কানাডা

শনিবার,

০১ নভেম্বর ২০২৫,

১৭ কার্তিক ১৪৩২

শনিবার,

০১ নভেম্বর ২০২৫,

১৭ কার্তিক ১৪৩২

Radio Today News

বাংলাদেশিদের উদ্বেগ

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কানাডা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৮, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৪১, ১ নভেম্বর ২০২৫

Google News
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কানাডা

অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার পথে হাঁটছে কানাডা সরকার। এরই মধ্যে শুরু হয়েছে অভিযান। আরও কঠোর কানাডা নীতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে বেশ উদ্বিগ্ন বিভিন্ন দেশের অভিবাসীদের মতো বাংলাদেশিরাও।

কানাডায় বসবাসের স্বপ্ন বিশ্বের কোটি কোটি মানুষের। নানা উপায়ে প্রতিবছর পাড়িও জমান অনেকে। একসময় সঠিক কাগজপত্রের অভাবে পেতে হয় অবৈধ অভিবাসীর তকমা। অবৈধদের দেশ থেকে বের করে দিতে এবার উঠে পড়ে লেগেছে মার্ক কার্নি সরকার।

এরইমধ্যে ভারতীয়সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে রেস্তোরাঁ ও খামারে চলছে অভিযান। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীদের পেলেই করা হচ্ছে আটক। প্রতিষ্ঠানগুলোকে করা হচ্ছে মোটা অংকের জরিমানা।

গত আগস্টে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন নির্দেশনার পর বর্তমানে আরও বেশি কঠোর অবস্থানে শঙ্কায় দিন কাটছে কয়েক লাখ অভিবাসীর। এরইমধ্যে অনেকে ফিরিয়ে দেয়া হয়েছে নিজ দেশে। এর প্রভাব কানাডার অভ্যন্তরীণ অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

কানাডা গবেষক ও অর্থনীতিবিদ সাকিবা জেবা বলেন, ‘চিপ লেবার সাপ্লাই কমে যাবে। একসময় দেখা যাবে ট্যাক্স রেভিনিউ বাড়বে না। ফলে জিডিপি গ্রোথটাও আস্তে আস্তে কমে যাবে।’

শঙ্কা শুধু বের করে দেয়ার নয়, যাদের পিআর বা স্থায়ী বসবাসের ইচ্ছে আছে তারাও রয়েছেন বিপাকে। কারণ কঠিন অভিবাসন নীতির সংকট বেশ চওড়া। যার কারণে আগামী দিনগুলোতে খুব কম সংখ্যক মানুষই স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

কানাডার সমাজকর্মী সাইফুল আলম বলেন, ‘হয়তো তারা অনুমান করছে কোন সেক্টরে তাদের লোক দরকার। কানাডার কিছু দিনের নিউজ দেখলে দেখবেন, এখানে জনসংখ্যা মাইনাস লেভেলে চলে গেছে। কানাডা একটি বিশাল কান্ট্রি তাদের লোক লাগবেই।’

এরইমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা কমানো হয়েছে ৪৩ শতাংশ। প্রায় বন্ধের পথে কর্মী ভিসাও। টেম্পোরারি রেসিডেন্স বা অস্থায়ী বাসিন্দা পাঁচ শতাংশের নিচে কমানোর সিদ্ধান্তও বাস্তবায়ন করছে অটোয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের