ওমরাহ ভিসায় সৌদি আরবে ৩ মাস থাকার অনুমতি পেলেও; এখন থেকে ইস্যু তারিখের ৩০ দিনের মধ্যে ওমরাহ না করলে বাতিল হবে ভিসা। অন্যান্য বছরের তুলনা এবারের শীত মৌসুমে বিদেশি ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়াতে, এ সপ্তাহ থেকে নতুন এ নীতি শুরু করছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
পবিত্র হজ ও ওমরাহ পালনে প্রতি বছর সৌদি আরবে যান বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসল্লি। যার কারণে দেশটির অর্থনীতির অন্যতম বড় খাত হজ ও ওমরাহ। বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসল্লিদের কাছ থেকে পাওয়া রাজস্ব, ছাড়াও হোটেল, রিসোর্ট, পরিবহন এবং খাবারের মতো পরিষেবা থেকেও আয় হয় দেশটির।
এ খাত থেকে অর্থনীতির পাল্লা আরও ভারী করতে নিচ্ছে নতুন নতুন পদক্ষেপ। গরমকাল শেষ হয়ে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হতে থাকায় ওমরাহ যাত্রীর সংখ্যাও বাড়ানোর পথে হাঁটছে সৌদি আরব। এর অংশ হিসেবে ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যা এ সপ্তাহ থেকেই হবে।
নতুন এ নিয়ম অনুযায়ী ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না পৌঁছালে বাতিল করা হবে ওমরাহ ভিসা। এমনকি এ ৩০ দিনের মধ্যেই করতে হবে ওমরাহ। এর ভিসায় উল্লেখ করা ৩ মাস সময় সৌদি আরবে থাকার ক্ষেত্রে কোনোও প্রভাব পড়বে না। তবে মাথার রাখতে হবে, ৩ মাস থাকতে পারলেও ওমরাহ পালনের সুযোগ থাকছে শুধু প্রথম মাসেই।
এ মৌসুমে তাপমাত্রা কম থাকায় ওমরাহ যাত্রীর সংখ্যা বাড়ার কারণে এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় কাবায় অতিরিক্ত ভিড় ছাড়াই যাতে, বেশি মানুষ ওমরাহ পালন করতে পারেন তার জন্য এ উদ্যোগ বলে জানিয়েছেন সৌদি ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা।
নতুন ওমরাহ মৌসুম শুরু হয় গত জুনের শুরুতে। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দিয়েছে সৌদি আরব। যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেয়ার রেকর্ড।
রেডিওটুডে নিউজ/আনাম

