ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলামকে (তুলি) প্রার্থী করছে বিএনপি। আজ বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সানজিদা ইসলাম তুলি গত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে ‘মায়ের ডাক’ নামে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ-বিদেশে তিনি বেশ প্রশংসিত হন। তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে দাঁড়াবেন বগুড়া-৬ আসন থেকে; আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হবেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে।
গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, আমান উল্লাহ আমান ঢাকা-২, ইসরাক হোসেন ঢাকা-৬, মির্জা আব্বাস ঢাকা-৮, সাইফুল আলম নীরব ঢাকা-১২, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, আমিনুল হক ঢাকা-১৬, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২, নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর-৩, ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আব্দুল আওয়াল মিন্টু ফেনী-৩, জয়নাল আবেদীন ফারুক নোয়াখালী-২, বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষীপুর-৩, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, মো. ফজলুল রহমান কিশোরগঞ্জ-৪, মো. লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪, নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২, রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ ও আজিজুল বারী হেলাল খুলনা-৪ সংসদীয় আসনে প্রার্থী হবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

