সফলভাবে নতুন একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। সোমবার হাইনানের ওয়েনছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি।
স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে লং মার্চ–৭ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওকান–৪৬ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
চীনের মহাকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্যাটেলাইটটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
ইয়াওকান–৪৬ মূলত দুর্যোগ পূর্বাভাস ও ত্রাণ কার্যক্রম, ভূসম্পদ জরিপ, জলবিদ্যা, আবহাওয়া পর্যবেক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে।
এই উৎক্ষেপণটি ছিল লং মার্চ সিরিজের ৬০৫তম মিশন।
রেডিওটুডে নিউজ/আনাম

