জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় তিন কার্যদিবসে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় আজও সাক্ষ্যগ্রহণ হচ্ছে না।
এর আগে দুই কার্যদিবসেও সাক্ষী আসেনি। এ নিয়ে তিন কার্যদিবসে সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হয়নি। এ পর্যন্ত ১১জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আবু সাঈদ হত্যা মামলায় ৩০জন আসামির মধ্যে ২৪ জন পলাতক। গ্রেপ্তার আছে ৬ জন। আবু সাঈদের বাবাও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। ২৪ এর আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
রেডিওটুডে নিউজ/আনাম

