এশিয়ার শাসন ব্যবস্থায় সহযোগিতা বাড়াতে চীন-আসিয়ান বিশেষজ্ঞদের বৈঠক

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

এশিয়ার শাসন ব্যবস্থায় সহযোগিতা বাড়াতে চীন-আসিয়ান বিশেষজ্ঞদের বৈঠক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪১, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ২৩:৪৩, ৪ নভেম্বর ২০২৫

Google News
এশিয়ার শাসন ব্যবস্থায় সহযোগিতা বাড়াতে চীন-আসিয়ান বিশেষজ্ঞদের বৈঠক

চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে শাসন ও জনপ্রশাসন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে দক্ষিণ চীনের নাননিং শহরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির লক্ষ্য ছিল রাষ্ট্রীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে শাসন ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা ও ঐকমত্যে পৌঁছানো।

‘জাতীয় শাসন ও এশীয় সভ্যতা’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিসহ চীনা কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্কস, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় একশ বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন।

বিদেশি বিশেষজ্ঞরা জাতীয় থেকে বৈশ্বিক সকল স্তরের শাসন ইস্যুতে চীনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তারা মনে করেন, সেমিনারটি মূলত ভবিষ্যতে শাসন সংক্রান্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে সহযোগিতা বাড়াবে।

অনুষ্ঠানের চারটি অধিবেশনে এশীয় সমাজে রাষ্ট্রীয় শাসন, ডিজিটাল-বুদ্ধিমত্তা যুগে শাসনের কার্যকারিতা, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক শাসনের প্রতি এশীয় দৃষ্টিভঙ্গি—এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের