জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর যথারীতি খোলা থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মোট আটটি নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের দিন শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীসহ কেউই ব্যক্তিগত গাড়ি ক্যাম্পাসে আনতে পারবেন না। ভোটার শিক্ষার্থীরা কেবল ১ নম্বর ফটক দিয়ে প্রবেশ করবেন এবং ভোট শেষে ২ ও ৩ নম্বর ফটক দিয়ে বের হবেন। শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরা নির্ধারিত সময়ের আগে শুধুমাত্র ২ নম্বর ফটক দিয়ে প্রবেশ করতে পারবেন।
এ ছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত করা যাবে না। ব্যাংক ফটক ও পোগোজ স্কুল ফটক সম্পূর্ণ বন্ধ থাকবে। ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালে ক্যাম্পাসে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন চলাকালে মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নন—এমন কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

