মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

১৩ মে ২০২৫,

৩০ বৈশাখ ১৪৩২

Radio Today News

সানি লিওনি ও তার স্বামীকে অকারণে হেনস্তা করা হচ্ছেঃ আদালত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ১০ মার্চ ২০২৩

Google News
সানি লিওনি ও তার স্বামীকে অকারণে হেনস্তা করা হচ্ছেঃ আদালত

সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েলের বিরুদ্ধে ২০২২ সালের ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করেছিলেন একজন ইভেন্ট ম্যানেজার। ওই মামলা প্রসঙ্গে এবার ভারতের কেরালার হাইকোর্ট জানিয়েছে, সানি লিওনিকে অকারণে হেনস্তা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এসেছে এ তথ্য।

গতকাল বৃহস্পতিবার কেরালা হাইকোর্টের বিচারপতি বেচু কুরিয়েন থমাস বলেন, "এর মধ্যে অপরাধ কোথায় বুঝছি না। অকারণে সানি লিওনকে হেনস্থা করা হচ্ছে। আমি এই মামলা বাতিল করার পক্ষে।"

সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার

'সানি লিওন লাখ লাখ রুপি পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে পারফর্ম করেননি' এমন অভিযোগ এনে ওই ইভেন্ট ম্যানেজার অভিযোগ দায়ের করেছিলেন আদালতে। মামলায় অভিযুক্তদের তালিকায় সানি-ড্যানিয়েলের এক সহকর্মীরও নাম ছিল।

কিন্তু তদন্তে দেখা গেছে, অভিযোগকারীর কোনোরকম লোকসান হয়নি। এছাড়া সানিও এ অভিযোগ স্বীকার করেননি। আর প্রমাণ হিসাবে যা জমা পড়েছিল তা যথেষ্ট মনে হয়নি ম্যাজিস্ট্রেট কোর্টের। সেই সময় উপযুক্ত প্রমাণের অভাবে মামলাটি বাতিল হয়। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের