
সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতা চোপড়া
বলিউড হিরোইন প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন বেশ কয়েক বছর। বিয়ে হয়েছে তার অধিকাংশ বান্ধুবীরও। তবে পরিণীতি চোপড়া সেই পথ থেকে আপাতত বেশ দূরে। তবে প্রেমে মজেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন, রাজনৈতিক দল আম আদমি পার্টির নেতা পাঞ্জাব রাজ্যসভার সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে প্রেম করছেন পরিণীতি। গত দু'দিন একসঙ্গে তাদের ঘোরাফেরা করতে দেখা গেছে। কখনও লাঞ্চ কখনও বা আবার ডিনার ডেটে দেখা গেছে তাদের।
গত বুধবার মুম্বাইয়ের নামি রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাজ্জির ক্যামেরাবন্দি হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেও দেখা যায় পরিণীতিকে। পরদিন বৃহস্পতিবার আবারও তাদের একসঙ্গে লাঞ্চ ডেটে দেখা যায়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে রাঘব চাড্ডার গাড়িতে উঠতে দেখা যায় পরিণীতিকে। ক্যামেরা দেখে না পালিয়ে এ অভিনেত্রী পাপারাজ্জিদের ধন্যবাদ দিতে দিতে গাড়িতে উঠে যান অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিও। এরপর থেকেই শোনা যাচ্ছে দুজনের প্রেমের গুঞ্জন।
রেডিওটুডে নিউজ/এসবি