
স্বামীর সঙ্গে মাহিয়া মাহি
মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মাহি।
মাহির স্বামী রাকিব বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অস্ত্রোপচার (সিজার) করার পরামর্শ দেন। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন মাহি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।"
গত বছর অর্থাৎ ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, মা হতে যাচ্ছেন তিনি। তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মাহি।
উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।
রেডিওটুডে নিউজ/এসবি