মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৫ ডিসেম্বর ২০২৩

Google News
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’

২০০ কোটির ঘরে পা রাখবেন শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। বড়দিনের সপ্তাহান্তে খেলাটাই ঘুরিয়ে দিলেন শাহরুখ । চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে ১০৬.৪৩ কোটি টাকার আয় করে ফেলেছে ‘ডাঙ্কি’।

রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল কিং। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ‘ডাঙ্কি’ বর্তমান সময়ে যা বেশ প্রাসঙ্গিক, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। আর ঠিক সেই কারণেই রোববার রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। আর ঠিক সেইদিনই গোটা বিশ্বে ১৯৮ কোটির ব্যবসা করার রিপোর্ট মিলেছে। বড়দিনে যে এই সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।

সিনে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার দেয়া রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র রোববার (২৪ ডিসেম্বর) ৩১ কোটি টাকার ব্যবসা করেছে ‘ডাঙ্কি’। আর সেদিন বিকেলেই বাদশার দরবারে হাজির হয়েছিলেন ভক্তরা। হাতে লেখা ‘ডাঙ্কি’ প্ল্যাকার্ড। শাহরুখ-শাহরুখ চিৎকার অনুরাগীদের উচ্ছ্বাসের সাক্ষী হতে মান্নাতের বারান্দায় উঠে এলেন ‘কিং খান’। পরনে ডেনিম ব্লু ক্যাজুয়াল শার্ট আর জিনস প্যান্ট। চোখে সানগ্লাস। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে চুমু ছুঁড়ে, প্রণাম জানিয়ে, দুহাত প্রসারিত করে সিগনেচার পোজে ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল শাহরুখ খানকে। সূত্র: সংবাদ প্রতিদিন

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের