বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০১ মে ২০২৫,

১৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

মাদক মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ১১ মার্চ ২০২৫

Google News
মাদক মামলায় খালাস পেলেন মডেল পিয়াসা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় খালাস পেয়েছেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

শনিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত তাকে খালাস প্রদান করেন। পিয়াসার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

২০২১ সালের ১ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে গ্রেফতার করে। পুলিশ তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার জব্দ করে। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। ২০২৩ সালের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের