শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের আজকের এই দিনে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪০, ১৩ নভেম্বর ২০২২

Google News
ইতিহাসের আজকের এই দিনে

সংগৃহিত ছবি

আজ ১২ই নভেম্বর ২০২২ রোজ শনিবার

আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসে কোন বিশেষ উল্লেখযোগ্য ঘটনা কিংবা বিশিষ্ট জনের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় সমূহ।
চলুন তাহলে দেখে আসা যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে।

​​​​​ঘটনাবলি :

১. ১৯১৩- নোবেল পুরস্কারে ভূষিত করা সিদ্ধান্ত গ্রহণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে।
২. ১৯৩০- লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক গঠিত হয় ভারতে ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপট ধরে।
৩. ১৯৫৬- মরক্কো তিউনিসিয়া ও সুদান জাতিসংঘের যোগদান করে।
৪. ১৯৭১- চীনের সঙ্গে ওয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
৫. ২০১১- আজকের এই দিনে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকনি পদত্যাগ করেন ২০১১ সালে।

জন্ম :

১. ১৬৫১- মেক্সিকান নুনের একজন কবি ও পন্ডিত জোয়ানা ইনেস ডি ক্রুজ,তিনি জন্মগ্রহণ করেন ১৬৫১ সালের আজকের এই দিনে।
২. ১৭৯০- মার্কিন যুক্তরাষ্ট্র এর রাষ্ট্রপতি জন টেইলারের সহধর্মিনী ও ফার্স্ট লেডি, লেটিশিয়া টাইলার।
৩. ১৯৩৪- ব্রাজিলিও ফুটবলার ভাভা আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন।
৪. ১৯৮৬- ইতালিয়ান ফুটবলার ইগ্নাজিও আবাটে।
৫. ১৯৭৩- অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও প্রযোজক রাধা মিচেল আজকের এই দিনে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু :

১. ১৮৬৫- ইংরেজি লেখাক এলি জাবেদ গাস্কেল আজকের এই দিনে ১৮৬৫ সালে মৃত্যুবরণ করেন।
২. ১৯৪৬- ভারতীয় রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেসের সভাপতি মদনমোহন মালব্য।
৩. ২০০৭- আমেরিকান লেখক ও নাট্যকার ইরা লেভীন।
৪. ১০৩৫- ডেনিশ ইংরেজ রাজা কনুট গ্রেট।
৫. ২০১৩- রাশিয়ান মহাকাশচারী ও প্রকৌশলী আলেকজান্ডার সেরেবরভ আজকের এই দিনে ২০১৩ সালের মৃত্যুবরণ করেছিলেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের