শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু ইতিহাস

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭, ১৭ মার্চ ২০২৩

Google News
আজকের এই দিনে ঘটে যাওয়া কিছু ইতিহাস

ইতিহাসের এই দিনে

আজকের এই দিনে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহ সহ দেশে এবং বিদেশে বিশিষ্ট জনের জন্ম ও মৃত্যুদিন।

চলুন তাহলে যেনে আসা যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে :

ঘটনাবলি:

১. ১৯৪৪- আজকের এই দিনে মার্কিন বিমান বাহিনী ভিয়েনাই বোমা বর্ষণ করে ১৯৪৪ সালে।

২. ২০০১- আজকের এই দিনে বোমা বিস্ফোরণে ১০৮ জন নিহত হয় চীনে ২০০১ সালে।

৩. ২০২০- আজকের এই দিনে অর্থনৈতিক জোট চিনি কমিটি গঠন করা হয় ২০২০ সালে বাংলাদেশের চিনি শিল্পে।

৪. ২০০০- আজকের এই দিনে অগ্নিকাণ্ডে ৫৩০ জন নিহত হয় উগান্ডার গির্জায় ২০০০ সালে।

৫. ১৯৯২- বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয় ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকায়।

জন্ম:

১. ১৪৭৩- আজকের এই দিনেই স্কটল্যান্ড এর রাজা চতুর্থ জেমস ১৪৭৩ সালে জন্মগ্রহণ করেন।

২. ১৮৫৬- আজকের দিনে ১৮৫৬ সালের রাশিয়ান চিত্র শিল্পী মিখাইল ভ্রূবেল জন্মগ্রহণ করেন।

৩. ১৮৮১- আজকের এই দিনে সুইসের শরীরবিজ্ঞানী ওয়ালটার রুডলোফ হেস ১৮৮১ সালে জন্মেছিলেন।

৪. ১৯৪৫- ব্রাজিলিয়ান গায়িকা এলিস রেজিনা ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন।

৫. ১৯৬২- ভারতীয় মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলা আজকের এই দিনে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১. ১০৪০- আজকের এই দিনে ইংরেজ রাজা হারোল্ড হারেফোট ১০৪০ সালে মারা যান।

২. ১৯৩৭- এই দিনে ইংরেজ রাজনীতিবিদ অস্টিন চেম্বারলেইন ১৯৩৭ সালে মৃত্যুবরণ করেন।

৩. ১৯৯৩- মার্কিন অভিনেত্রী হেলেন হয়েজ আজকের এই দিনে ১৯৯৩ সালে প্রয়াত হন।

৪. ২০১৯- আজকের এই দিনে কৌতুক চলচ্চিত্র অভিনেতা চিন্ময় রায় ২০১৯ সালে মারা যান।

৫. ১৯৫৬- আজকের এই দিনে ফরাসি পদার্থবিদ আয়রিন জলীয় কুরি ১৯৫৬ সালে প্রয়াত হন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের