শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

মানবদেহে পরীক্ষার অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৬, ২৪ নভেম্বর ২০২১

আপডেট: ০০:৪৯, ২৪ নভেম্বর ২০২১

Google News
মানবদেহে পরীক্ষার অনুমোদন পেল বঙ্গভ্যাক্স

ফাইল ছবি

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন পেল দেশিয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা 'বঙ্গভ্যাক্স'।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) টিকাটিকে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয়।

বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন জানিয়েছেন, ফেজ-১ (প্রথম ধাপ) এর পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে।

গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায় দেশিয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। পরে বানরের দেহে টিকাটির পরীক্ষা চালিয়ে গত ১ নভেম্বর বিএমআরসি'কে ফলাফলস্বরূপ প্রতিবেদন জমা দেয় প্রতিষ্ঠানটি।

উদ্ভাবকদের দাবি করোনাভাইরাসের বিরুদ্ধে ‘বঙ্গভ্যাক্স’ টিকা শতভাগ কার্যকর। এছাড়া, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি বলে এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে।

 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের