
ছবি: রেডিও টুডে
দেশে নতুন করে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এমন পরিস্থিতিতে আবারও কঠোর বিধি নিষেধের পথে হাটছে দেশ। এরই মধ্যে জনসমাগমে অংশগ্রহণ নিরুৎসাহিত করা হয়েছে, রেস্টুরেন্টেও ফাঁকা রাখতে হবে অর্ধেক আসন।
তবে দেশের গণপরিবহন, শপিং মল, মার্কেট কোথায় নেই সতকর্তা মেনে চলার বালাই।
আজ নিউ মার্কেট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেল ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভীড়েই চলছে নিত্য বেচা-কেনা। অনেকের মুখেই দেখা যায় নি মাস্ক।
এদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ১১৫ শতাংশ। শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে সংক্রমণ প্রায় ১১৫ শতাংশ বেড়েছে। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
রেডিওটুডে নিউজ/এসএস