বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

সুইডেনে স্কাইডাইভাইর বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৬, ১০ জুলাই ২০২১

Google News
সুইডেনে স্কাইডাইভাইর বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৯

ছবি: রয়টার্স

সুইডেনে স্কাইডাইভাইরদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নয়জন নিহত হয়েছে।

সুইডিশ পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত ডিএইচসি-২ বিয়েভার বিমানটি বৃহস্পতিবার রাজধানী স্টকহোম থেকে ১০০ মাইল দূরে বিধ্বস্ত হয়।  

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্স্ত হয় এবং তাতে আগুন লেগে যায়।

ছোট ঐ বিমানটিতে নয়জন যাত্রীই ছিলেন, যাদের মধ্যে আটজন স্কাইডাইভার এবং একজন পাইলট। এ দূর্ঘটনায় তাদের কেউই বাঁচতে পারেনি।  

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রীষ্মের একটি প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় একটি স্কাইডাইভিং ক্লাব এক সপ্তাহের জন্য বিমানটি ভাড়া নিয়েছিল।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভিয়ান এক টুইট বার্তায় বলেন, ‘আমি ওরেব্রোতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি। আমি খুবই মর্মাহত ও ব্যথিত। এই কঠিন সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’ 

এর আগে ২০১৯ সালে সুইডেনের উত্তরাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় ৯ জন নিহত হয়। ওই বিমানটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিল। উত্তরাঞ্চলীয় শহর উমেয়ায় রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের