বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

Radio Today News

জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে আসতে হবে মস্কোতে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে আসতে হবে মস্কোতে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত হলো জেলেনস্কিকে মস্কোতে যেতে হবে। তবে এমন বৈঠক আদৌ কার্যকর হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পুতিন। বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি দীর্ঘদিন ধরে পুতিনের সঙ্গে বৈঠকের দাবি জানাচ্ছেন, যাতে সম্ভাব্য শান্তিচুক্তির শর্তগুলো নিয়ে সরাসরি আলোচনা করা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ডও দুই নেতাকে বৈঠকে বসতে আহ্বান জানিয়েছেন।

চীন সফর শেষে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, তিনি সবসময়ই জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহী ছিলেন। তবে ক্রেমলিনের অবস্থান একই রকম আছে, এ ধরনের বৈঠক আগে থেকে ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং বাস্তব কোনো ফলাফল বয়ে আনতে হবে।

পুতিনের কথায়, “জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনাকে আমি কখনোই অস্বীকার করিনি। তবে প্রশ্ন হলো, এর কোনো বাস্তব অর্থ আছে কি? সেটা দেখা যাক।”

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনে কোনো অগ্রগতি আনতে হলে কিয়েভ সরকারকে প্রথমে সামরিক আইন বাতিল করতে হবে, নির্বাচন আয়োজন করতে হবে এবং ভূখণ্ডসংক্রান্ত বিষয়ে গণভোট দিতে হবে।

প্রসগ্নত, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়া ২০২২ সালে আরও চারটি ইউক্রেনীয় অঞ্চল দখল করার দাবি করে। তবে কিয়েভ সরকার এবং অধিকাংশ পশ্চিমা দেশ এটিকে অবৈধ সংযুক্তিকরণ ও ঔপনিবেশিক ধাঁচের আগ্রাসী যুদ্ধ হিসেবে প্রত্যাখ্যান করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের