মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "একদল লোক" ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করবে যতক্ষণ না পর্যন্ত "নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গতভাবে ক্ষমতার হস্তান্তর" নিশ্চিত করা যায়।
ভেনেজুয়েলার ভেতরে কারা এই দলের অংশ হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সাথে কথা বলছিলেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
নিকোলাস মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ডেলসি রদ্রিগেজ।
ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর তিনিই প্রথম কর্মকর্তা যে প্রকাশ্যে কথা বলেন। মাদুরো এবং তার স্ত্রীর জীবনের প্রমাণ সরবরাহ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে, রদ্রিগেজ "আমেরিকা যা চাইবে" তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
রদ্রিগেজ এবং তার ভাই জর্জ, যিনি দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের জোরালো সমর্থকদের মধ্যে অন্যতম। যদিও এটা অনুমেয় যে নিজের জীবন বাঁচাতে ট্রাম্প প্রশাসনের সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছেন রদ্রিগেজ।
রেডিওটুডে নিউজ/আনাম

