শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

পেইন্ট যুদ্ধ: কাতার এয়ারওয়েজের সাথে ৬ বিলিয়িন ডলারের চুক্তি বাতিল এয়ারবাসের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:১৪, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ০৬:১২, ২৩ জানুয়ারি ২০২২

Google News
পেইন্ট যুদ্ধ: কাতার এয়ারওয়েজের সাথে ৬ বিলিয়িন ডলারের চুক্তি বাতিল এয়ারবাসের

সংগৃহীত ছবি

সম্প্রতি এয়ারবাস এ৩৫০এস সরবরাহ এর পর কাতার এয়ারওয়েজের সাথে এয়ারবাস কোম্পানির পেইন্ট নিয়ে আইনি কলহ হয়। সেই সুত্র ধরে এয়ারবাস নতুন ৫০টি এ৩২১নিও এর চুক্তি বাতিল করেছে। 

শুক্রবার (২১শে জানুয়ারি) কাতার এয়ারওয়েজ এক ঘোষণা এর মাধ্যমে এয়ারবাস এই সিদ্ধান্তকে যথেষ্ট হতাশা ও অনুশোচনা মূলক বলে জানান। 

২০১৭ সালের ডিসেম্বরে এই চুক্তিটি সম্পন্ন হয়। সেই সময় চুক্তিটির বাজারমূল্য ছিল ৬.৩৫ বিলিয়ন ডলার।

শুক্রবার কাতার এয়ারওয়েজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে। যেখানে তারা গ্রাউন্ডেড এ৩৫০ জেটের বাইরের ক্ষতবিক্ষত পেইন্ট এর অবস্থা তুলে ধরে। এবং এটিকে তারা গুরুতর এবং বৈধ নিরাপত্তা উদ্বেগ বলে উল্লেখ করেছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের