শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

চলন্ত বাসের গ্লাস ভেঙে এসবি সদস্যের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫২, ২৯ মার্চ ২০২৪

আপডেট: ২০:০৫, ২৯ মার্চ ২০২৪

Google News
চলন্ত বাসের গ্লাস ভেঙে এসবি সদস্যের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে চলন্ত বাসের গ্লাস ভেঙে পেছনের সিটে বসা তোফাজ্জল হোসেন (৪০) নামে এক যাত্রী মারা গেছেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় পথচারীরা এসবি সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ‘ঠিকানা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন তোফাজ্জল নামে ওই ব্যক্তি। বাসের পেছনের আসনে বসা ছিলেন তিনি। বাসটি বকশিবাজার মোড় দিয়ে যাওয়ার সময় রাস্তায় পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছনের অংশের ধাক্কা লাগে।

এতে পেছনের জানালার গ্লাস ভেঙে তোফাজ্জলের ওপরে পড়ে। এতে তার মুখমণ্ডল ও শরীর থেকে রক্তাক্ত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের