
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার (৫ জুলাই) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, যারা ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত, তাদের জন্য নির্বাচন করার সুযোগ নেই। এ বিষয়টি সংবিধান এবং আইনি কাঠামোর মধ্যেই রয়েছে।
এ সময় তিনি ‘জুলাই অভ্যুত্থান’ ও পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে বলেন, নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। মব ভায়োলেন্স বা কথিত বিশৃঙ্খল জনতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ নয় বরং আইনের শাসন প্রতিষ্ঠাই একমাত্র পথ।
এর আগে জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে 'জুলাই হত্যাকাণ্ডে' সংশ্লিষ্টতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে। অভিযোগ, দলটি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পেছনে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি সহযোগিতা করেছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, যারা নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতা করেছে, তারাও অপরাধী। তাদেরও বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও যোগ করেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা জরুরি। সবার আগে নাগরিকদেরই এগিয়ে আসতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম