শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫৫, ২০ আগস্ট ২০২১

Google News
রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত

রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি এসপ্তাহেও অব্যাহত রয়েছে। মিনিকেট, নাজির শাইল সহ সব সরু চাল বিক্রি হচ্ছে ৬০ বা তার থেকে বেশি টাকা কেজি দামে। পাশাপাশি সব ধরনের মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজির উপরের দামে। তবে চালের দাম বাড়ার কোন যৌক্তিক কারন জানাতে পারেননি বিক্রেতারা।

একই ভাবে বাড়ছে ডিমের দাম। যে ডিম গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ডজন প্রতি ৯৫ টাকায়। সেই একই ডিম এসপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। একই সাথে মাছের দামও বেশ চড়া।

চাল ও আমিষজাত পণ্যের দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন নিন্ম ও মধ্যম আয়ের মানুষেরা। করোনাকালীন আয়ের সাথে ব্যায়ের সমন্বয় করতে হিমসীম খেতে হচ্ছে তাদেরকে।

তবে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। সেই সাথে বেশিরভাগ সবজ্বি বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামে।

এছাড়া ডাল, তেল, পেঁয়াজ-রসুনসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই।

রেডিওটুডে নিউজ/এমএম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের