শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৩৫, ১৮ অক্টোবর ২০২১

Google News
২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগে অবরোধ প্রত্যাহার

ছবি: রেডিও টুডে

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দিরসহ হিন্দুদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়েছে।

সাত দফা দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টা সময় বেঁধে (আলটিমেটাম) দিয়ে পৌনে চার ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। শাহবাগে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে মোড়ে অবস্থান নিয়ে পরিবহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান নামিতা মন্ডল।‌

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা মনে করি এই ঘটনায় যারা জড়িত আপনার সদিচ্ছা থাকলে তাদের আইনের আওতায় আনা সম্ভব। আমরা চাই না এই ঘটনায় আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক।

এই কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো:

  • হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে
  • বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে
  • ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে, দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে
  • জাতীয় সংসদে আইন প্রয়ণের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বাসাবাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
  • সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে
  • হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে
  • জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫% বরাদ্দ রাখতে হবে

বেলা সোয়া দুইটার দিকে জগন্নাথ হলের ছাত্র ও হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয়জিৎ দত্তের বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। তিনি বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে দাবিগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে এবং এর মধ্যে দেশের কোথাও এ ধরনের হামলা-ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। জনদুর্ভোগ কমানোর জন্য আপাতত ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আমরা আজকের কর্মসূচি এখানেই শেষ করছি।’

রেডিওটুডে নিউজ/এসএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের