মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪,

২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

নির্বিঘ্নে ঢাকায় ফিরছে মানুষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১৮:৫৩, ১৫ এপ্রিল ২০২৪

Google News
নির্বিঘ্নে ঢাকায় ফিরছে মানুষ

স্বজনদের সঙ্গে ঈদ ও পহেলা বৈশাখ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। পথে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নেই ফিরছেন তারা। 

সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে অফিস শুরু হয়েছে। তাই, মন না চাইলেও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে ঢাকায়। 

সোমবার ভোর থেকেই রাজধানীতে ঢুকছে মানুষ। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে সবাই বেশ খুশি। সড়ক-মহাসড়কে কোনো যানজট নেই বলে জানিয়েছেন তারা। তবে, ঢাকায় এসে সিএনজি অটোরিকশা ও রিকশায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের।  ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রহমান শুভ বলেন, আজ থেকে অফিস খোলা। ভোরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিই। পথে কোনো যানজট নেই, ভোগান্তিও নেই। নির্বিঘ্নে ঢাকায় পৌঁছালাম। 

কুমিল্লা থেকে ফেরা রেজাউল হক বলেন, রাস্তায় কোনো যানজট নেই। দ্রুত চলে এসেছি। তবে, স্বজনদের ছেড়ে আসতে খারাপ লেগেছে। কী আর করার, কর্ম তো করতে হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের