বুধবার,

১৪ মে ২০২৫,

৩১ বৈশাখ ১৪৩২

বুধবার,

১৪ মে ২০২৫,

৩১ বৈশাখ ১৪৩২

Radio Today News

‘সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৮, ১৪ মে ২০২৫

Google News
‘সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে’

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ  তৈরি ও সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অনেক বড় বড় শপিং মল যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে যে ক্রেতারা  ৪০ টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে চায় না। এই যুক্তি ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিত।

তিনি বলেন, বাংলাদেশ কিন্তু প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে এক নম্বর। সকল বর্জ্য ব্যবস্থাপনাতেই আমাদের অবস্থা করুণ। তিনি আরও বলেন, পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে।

উপদেষ্টা সরকারি উদ্যেগের সাথে অংশগ্রহণ করতে  সকলকে আহ্বান জানান। তিনি বলেন, যখন মানুষ নিজে থেকে বুঝতে শিখবে, একইভাবে সরকার ও আইন প্রয়োগ করতে এগোবে তখন পরিবর্তনটা আসবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের