
বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৯ জুলাই) এ উপলক্ষে তিনি ঢাকার স্টেট গেস্ট হাউজ যমুনায় আসেন।
সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক তুলে ধরে তিনি ভুটানকে চিকিৎসা শিক্ষায় সহযোগিতা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ভুটানের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল বিদ্যমান অবকাঠামোগত সুবিধার সদ্ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের এখনো যথেষ্ট সুযোগ রয়েছে।
মানুষে-মানুষে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুই দেশের তরুণ প্রজন্মের উচিত একে অপরের দেশ সফর করে সংস্কৃতি সম্পর্কে জানাশোনা এবং পারস্পরিক বন্ধনকে আরও জোরদার করা। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সার্ক-এর চেতনা ধরে রাখতে ও তা অব্যাহত রাখতে চায়।
তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান, তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তার দায়িত্বকালেই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
রেডিওটুডে নিউজ/আনাম