
দেশের অডিটরদের করা নিরীক্ষা প্রতিবেদনের বেশির ভাগই মানসম্পন্ন নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ বুধবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট সামিটে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তবে এ জন্য হিসাব পদ্ধতি বিশ্বাসযোগ্য করতে হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে নয় বরং দেশের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে।
এসময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, মানসম্মত আর্থিক প্রতিবেদন ছাড়া কোনো দেশেরই অর্থনীতি উন্নতি সম্ভব নয়।
রেডিওটুডে নিউজ/আনাম