বুধবার,

২৩ জুলাই ২০২৫,

৮ শ্রাবণ ১৪৩২

বুধবার,

২৩ জুলাই ২০২৫,

৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ত্রুটিপূর্ণ ও প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানে রিট দাখিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৩১, ২২ জুলাই ২০২৫

Google News
ত্রুটিপূর্ণ ও প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানে রিট দাখিল

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর এফ-৭ মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর পড়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং প্রশিক্ষণের বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এ রিট দায়ের করেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ দুপুর ১টায় রিট আবেদনটির শুনানির সময় নির্ধারণ করেন।

রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণের কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনে পুড়ে নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের