রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

রোববার,

০৬ জুলাই ২০২৫,

২১ আষাঢ় ১৪৩২

Radio Today News

হার্টে পেসমেকার, সিসিইউতে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৮, ২৪ জুন ২০২৪

Google News
হার্টে পেসমেকার, সিসিইউতে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

দেশি ও বিদেশি ডাক্তারদের পরামর্শে খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন। তবে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।  

রোববার (২৩ জুন) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।  

জাহেদ হোসেন জানান, হার্টে পেসমেকার স্থাপনের পর খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
আজ দুপুরের পর খালেদা জিয়ার হৃদপিণ্ডে পেসমেকার লাগানোর কাজ শুরু করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।  

এর আগে শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের