শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

নির্বাচিত সরকার ছাড়া মানবিক বাংলাদেশ সম্ভব নয়: গোলাম পরওয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ১০ জুলাই ২০২৫

Google News
নির্বাচিত সরকার ছাড়া মানবিক বাংলাদেশ সম্ভব নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “১৭-১৮ বছর ধরে দেশে নির্যাতন, গুম, খুন, লুটপাট এবং ফ্যাসিবাদী শাসনের যে চর্চা চলেছে, তা এখনো পুরোপুরি বিদায় নেয়নি।”

বৃহস্পতিবার (১০ জুলাই) ডিইউজে'তে জুলাই গণঅভ্যুত্থান আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, “শেখ হাসিনা পালালেও ফ্যাসিজম পালায়নি। দেশের প্রতিটি সেক্টরে তারা এখনো লুকিয়ে আছে। মানুষের ওপর সেই চাপ রয়ে গেছে।”

এক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার দরকার বলেও মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি এবং লুটপাট পুরোপুরি বন্ধ হয়নি। নামমাত্র ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটলেও জনগণের ওপর ফ্যাসিজমের ছায়া এখনো রয়ে গেছে।”

দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বিভেদ, প্রতিহিংসা ও অস্থিরতা পরিহার করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান জামায়াত নেতা। তিনি বলেন, “প্রতিহিংসা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না। আমাদের চেতনা অটুট রাখতে হবে, ঐক্য ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই মাসের ঘটনাগুলো আমাদের মাঝে মাঝে স্মরণ করা উচিত। রিফাইন্ড আওয়ামী লীগের নামে এখনও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন