
সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় নির্বাচনসহ যে কোনো দাবি বাস্তবায়ন করতে চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন যে কেউ চাইতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যরাও অন্য কিছু চাচ্ছে। আবার আমাদেরও চাওয়ার কিছু আছে। কিন্তু সে চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা পূরণ করতে হবে, এটাই গণতন্ত্র। নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে আমীর খসরু সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রকল্পে নুরের বাসায় যান আমীর খসরু। এ সময় নুরের চিকিৎসার খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য নুর সিঙ্গাপুরে যাচ্ছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন দলের সব জায়গায় যে ঐকমত্য হয়েছে, তা তো না। ঐকমত্য হওয়ারই কথা না; কারণ সবাই বিভিন্ন দল, বিভিন্ন দর্শন, বিভিন্ন চিন্তা-ভাবনা। সুতরাং সব জায়গায় ঐকমত্য হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।
আমীর খসরু বলেন, এখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এটার জন্য আমরা সবাই মিলে গত ১৫-১৬ বছর ত্যাগ স্বীকার করেছি। তবে নির্বাচনের সঙ্গে কোনো দলের দাবির কোনো সম্পর্ক নেই। তাদের দাবি থাকতেই পারে, সেই দাবি নিয়ে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, তারপর সেটা পাস করতে পারবে। তবে কেউ যদি এই পর্যায় অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিকেল ৪টায় হাইকমিশনার ডেরেক লো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি ও হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রেডিওটুডে নিউজ/আনাম