
বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের গম আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাড়তি দামে আমদানি করলেও ভোক্তার ওপর প্রভাব পড়বে না।
আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যুৎ উপকেন্দ্র, এলএনজি ও সার আমদানির অনুমোদন হয়।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ওই প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে না। এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। গমও কেনা হচ্ছে সেই বিবেচনায়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।
উপদেষ্টা বলেন, সার আমদানির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স। তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। ট্যাক্স রেভিনিউ এখন স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক।
রেডিওটুডে নিউজ/আনাম