
যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, জ্বালানি ও বিমান ক্রয়ের ব্যাপারে অগ্রগতি হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এ বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
এ সময় প্রতিশ্রুত পরিমাণ বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক আরও কমানো যাবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে দেশটির বাজারে পোশাক রপ্তানিতে সুবিধা নিতে চায় বাংলাদেশ।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ২০৩১ সালের আগে বোয়িং কোন বিমান ডেলিভারি দিতে পারবে না, বোয়িংয়ের ক্রয়ের মাধ্যমে বাণিজ্যঘাটতি কমানো দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
রেডিওটুডে নিউজ/আনাম