
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন হতে হবে। এটার কোনো বিকল্প নেই। নির্বাচন কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। সংস্কার, বিচার ও নির্বাচন এটা ইন্টারডিপেনডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে। সংস্কার চালু থাকবে। বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এগুলো কোনোটার ওপর কোনোটা নির্ভরশীল নয়।’
তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে বিষয়ে এই জাতির মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, নির্চানের টাইমলাইন ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে, সুতরাং আমাদের যে দীর্ঘদিনের সংগ্রাম ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন, যার জন্য আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, সংসদ প্রতিষ্ঠা পাবে; তার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত রাজনৈতিক অধিকার বাস্তাবায়ন করবো ইনশাআল্লাহ।
সালাহউদ্দিন বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি তার সঙ্গে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয়, তবে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। সুতরাং জাতির দৃঢ় সংকল্প অবশ্যই ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম