
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর ভূমিকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আলোচনার শিরোনাম ছিল, ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইটিভি ভারত পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশ করে।
শ্রিংলা বলেন, ‘যে দলই ক্ষমতায় আসুক, ভারত তার সঙ্গে কাজ করবে। তবে সেই দল যদি ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়, তখন সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’
তিনি দাবি করেন, জামায়াতের অতীত এখনও তাদের পরিচয় বহন করে—তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা আন্তর্জাতিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের একটি অংশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান, মিশরসহ মুসলিম ব্রাদারহুড বিশ্বের বিভিন্ন অঞ্চলে সক্রিয় এবং তাদের কার্যক্রম একই রকম। জামায়াত সেই বৃহৎ নেটওয়ার্কের অংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের প্রসঙ্গ টেনে শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এ সংগঠন পাকিস্তানি বাহিনীর সহায়ক ছিল। এখনো তাদের আদর্শে পরিবর্তন আসেনি।’
শ্রিংলা সতর্ক করে বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অভ্যন্তরে ও ভারতের সীমান্ত এলাকায় তাদের তৎপরতা বাড়িয়েছে। এতে জামায়াতসহ বিরোধী শক্তিগুলোর মধ্যে ‘যোগসাজশের বাস্তব ঝুঁকি’ তৈরি হচ্ছে।
সবশেষে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ভালো ফল করতে পারে।
আলোচনাটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ ও ভারতের সাবেক রাজ্যসভার সাংসদ জওহর সিরকার। সূত্র- ইকোনমিক টাইমস
রেডিওটুডে নিউজ/আনাম