
নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় বাসাবাড়িতে আটকে পড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের সামরিক হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে রাজধানী কাঠমান্ডুতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয় বিক্ষোভকারীরা।
দেশটির সরকারি বিভিন্ন কর্মকর্তার বাড়িতে হামলা এবং সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় একটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রেসকিউ বাস্কেটে করে কয়েকজন মন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তাকে উদ্ধার করে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিচ্ছে।
অন্য এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু পোড়েলকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা লাথি মেরে আঘাত করছে।
আরেক ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে হামলা চালাচ্ছে জনতা। সেখানে শেরবাহাদুর দেউবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। পরে সেনারা গিয়ে তাকে উদ্ধার করে।
রেডিওটুডে নিউজ/আনাম