বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

যারা স্বনামে ডাকসু নির্বাচনে অংশ নিতে চায়নি, তাদের অবশ্যই কোনো উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন আহমদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

Google News
যারা স্বনামে ডাকসু নির্বাচনে অংশ নিতে চায়নি, তাদের অবশ্যই কোনো উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা স্বনামে ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাদের পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে।

তিনি বলেন, "দুই-একটি পত্রিকায় দেখেছি যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। আমার জ্ঞানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু বিভিন্ন মিডিয়ায় এরকম খবর আসছে, এটা প্রশ্নবিদ্ধ।"

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন উল্লেখ করেন, বিএনপি জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে নির্বাচন করেছে। অন্য দল ও স্বতন্ত্র শিক্ষার্থীরা বিভিন্ন নামের প্যানেল প্রদর্শন করেছে। আর যারা জয়ী হয়েছে, তাদের প্যানেল ছিল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'।

ডাকসু নির্বাচনের জয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "এটাই গণতন্ত্রের রীতি। যদিও নির্বাচনে কিছু ত্রুটি ছিল।"

বিএনপি নেতার মতে, চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "নতুন রাজনৈতিক সংস্কৃতি হলো গণতান্ত্রিক, সহনশীল ও সহমর্মিতার উপর ভিত্তি করে রাজনীতি করা। ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিকতা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না।"

ডাকসু নির্বাচনের জাতীয় রাজনীতিতে প্রভাব সম্পর্কে তিনি স্মৃতিকথা তুলে ধরে বলেন, "ডাকসুতে নির্বাচিত শিক্ষার্থী যদি বৃহৎ রাজনৈতিক দলের অংশ না হয়, তারা জাতীয় রাজনীতিতে আসতে পারে না। যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিলেন, তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসেছেন, বাকিরা এখনো সংগ্রাম করছেন।"

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের