
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেভি-ডিউটি গ্যাস টারবাইন উন্মোচন করলো চীন। থাইহাং ১১০ নামের টারবাইনটি সোমবার কারখানা থেকে বের করে আনা হয়।
এটি এখন বাণিজ্যিক সরবরাহের জন্য প্রস্তুত। টারবাইনটি চীনের কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলে জানিয়েছে অ্যারো ইঞ্জিন করপোরেশন অব চায়না। থাইহাং ১১০ দ্রুত চালু হয়।
এর রয়েছে উচ্চমাত্রার কম্বাইন্ড-সাইকেল তাপ দক্ষতা, এবং কম রক্ষণাবেক্ষণ খরচ। এটি প্রাকৃতিক গ্যাসসহ নিম্ন থেকে মধ্যমানের জ্বালানিতেও চলতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম