
রোববার থিয়েনচিনে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের চীন সফর দু’পক্ষের বিভিন্ন খাতের সহযোগিতাকে আরও গভীর করবে এবং ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ী দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে, রাশিয়া ও চীনের অভিন্ন ইতিহাসিক স্মৃতি সংরক্ষণে সহায়ক হবে।
পেসকভ বলেন, দু’দেশের দুই নেতার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ এবং তাঁরা পরস্পরকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যায়িত করেন।
এমন গঠনমূলক ও আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে, দু’জন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করতে সক্ষম।
রেডিওটুডে নিউজ/আনাম