
চলতি বছর গ্রীষ্মকালে চীনের ট্রেনে ৯৪ কোটি যাত্রী ভ্রমণ করেছে, যা ছুঁয়েছে সর্বোচ্চ রেকর্ড। চীনের রাজ্য রেলওয়ে গ্রুপ সোমবার এই ঘোষণা দেয়।
তারা জানায়, বছরের গ্রীষ্মকালে জুলাই ও আগস্ট এই দুই মাস ভিড় সবচেয়ে বেশি ছিলো। সাপ্তাহিক যাত্রী সংখ্যা ধারাবাহিকভাবে ১০ কোটি ছাড়িয়ে গেছে। দৈনিক গড়ে প্রায় ১৫ মিলিয়ন ভ্রমণ সম্পন্ন হয়, যা এই বছরের বসন্ত উৎসবের ভ্রমণের ভিড়ের তুলনায় প্রতিদিন ২.২ মিলিয়ন বেশি।
যাত্রীদের অধিক চাপ মেটাতে, অপারেটররা দেশব্যাপী গুরুত্বপূর্ণ উচ্চ-গতির ট্রেনগুলোর গতি প্রতি ঘণ্টায় ৩৫০ কিমি পর্যন্ত বাড়িয়েছে। জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে প্রতিদিন গড়ে ১১ হাজার যাত্রী ট্রেন পরিচালনা করেছে এবং গত বছরের একই সময়ের তুলনায় পরিবহন ক্ষমতা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম