শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা-ভাঙচুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা জাতীয় পার্টির কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় গোটা ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ ধীরে ধীরে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ভবনের নিয়ন্ত্রণ নেয়।

এর আগে, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের