
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ছয় সদস্যের আপিল বেঞ্চে রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।
২০০৪ সালের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। এরপর দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি এখন চূড়ান্ত রায় ঘোষণার পর্যায়ে এসেছে।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট এই সাজা বাতিল করে সবাইকে খালাস দেন।
হাইকোর্ট রায়ে বলেছিল, এটি দেশের ইতিহাসে এক জঘন্য মর্মান্তিক ঘটনা হলেও তদন্তে গুরুতর ঘাটতি রয়ে গেছে। সুষ্ঠু ও স্বাধীনভাবে নতুন করে তদন্তের সুপারিশও করে আদালত।
রাষ্ট্রপক্ষ হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করে। পাঁচ দিনের শুনানি শেষে গত ২১ আগস্ট আপিল বিভাগের বেঞ্চ আজকের (৪ সেপ্টেম্বর) তারিখে রায় ঘোষণার দিন নির্ধারণ করে।
রেডিওটুডে নিউজ/আনাম